সারাদেশ

ঈদগাঁওতে ধর্ষণের হুমকিদাতাদের বিচার দাবি স্কুল ছাত্রীর

প্রিন্ট
ঈদগাঁওতে ধর্ষণের হুমকিদাতাদের বিচার দাবি স্কুল ছাত্রীর

প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫, সকাল ১০:২০

 দেশের আলোচিত বীভৎস ধর্ষণ ঘটনার ভিকটিম আছিয়ার মত হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণা পরিণতির আগেই প্রকাশ্যে ধর্ষণ ও হত্যার হুমকি দাতাদের বিচার দাবি করলেন ভিকটিম স্কুল ছাত্রী ও তার পরিবার।

বুধবার (১২ মার্চ) বিকেলে কক্সবাজারের  ঈদগাঁও পাবলিক হল মিলনায়তনে  ভিকটিম ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আফিফা জান্নাত বলেন, তার পরিবারের সাথে  উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর লরাবাগের  প্রতিবেশী আহসান উল্লাহ গংয়ের জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধ নিরসনে দেশীয় আইন-কানুন কিংবা সামাজিক বিচার- আচার রয়েছে। কিন্তু প্রতিপক্ষ তার মৃত পিতার অনুপস্থিতিতে আইনের তোয়াক্কা না করে তার সদস্যদের অত্যাচার-নির্যাতন করে আসছে দীর্ঘদিন। 

এমনকি ১৬ ফেব্রুয়ারি আহসান উল্লাহ গং এর শাহাব উদ্দিন ও তার দুই ছেলে তুষার ও জাহেদ তাদের অমানবিক মারধর করে । এতেও ক্ষান্ত না হয়ে আহাছান উল্লাহ, সাহাব উদ্দিন, তার দুই ছেলে, শাদ উল্লাহ মিস্ত্রীসহ আরো কয়েকজন  প্রকাশ্যে এলাকার লোকজনদেরকে তাদের ধর্ষণ এবং হত্যার হুমকি দিয়ে আসছে। ভিকটিম অফিফার পরিবারের নারীরা প্রকাশ্যে পতিতারমত পুরুষদের দেহ বিলিয়ে দিচ্ছে বলে এলাকায় প্রচার করছে। 

সর্বশেষ  বিগত দুই দিন আগে একটি অনলাইন প্লাটফর্মে তার বিধবা মা এবং তাকে নিয়ে তার পিতার পরিচয় উল্লেখ করে উক্ত  কুরুচিপূর্ণ অপপ্রচার  ভিডিও আকারে প্রচার করে।  এ অপপ্রচারের পর পরিবারের নারী সদস্যরা কোথাও মুখ দেখাতে পারছে না লোক লজ্জায়।  শিক্ষার্থী আফিফা তার স্বাভাবিক পড়ালেখা চালিয়ে যেতে পারছেন না বলে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় ভুক্তভোগী মহিলাদের মধ্যে উপস্থিত ছিলেনমো মোস্তাক আহমেদের মেয়ে শাহেনা আক্তার, নুরুল আলমের মেয়ে আসমাউল হুসনা, হাবিব উল্লাহর মেয়ে আমিনা বেগম, মোহাম্মদ ইউনুছের মেয়ে সাবরিনা ইউনুছ, হাফেজ আহমদের মেয়ে রাবেয়া বসরী, নুরুল ইসলামের মেয়ের শারমিন সোলতানা প্রমুখ।