সারাদেশ

ধর্ষকদের ফাঁসির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

প্রিন্ট
 ধর্ষকদের ফাঁসির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, বিকাল ৩:০৭

লালমনিরহাটে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে লালমনিরহাট জেলার শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি অ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শামস ই রহমান নুপুর, সাধারণ সম্পাদক অ্যাড. আঞ্জুমান আরা শাপলা প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষকদের বিচার নিশ্চিত করার দাবী জানান।