ছবি : ঢাকা ইনসাইটস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চাকসু ক্যাফেটেরিয়ায় বিভাগের ৪৬ ব্যাচের নেতৃত্বে করা হয় এই আয়োজন। এতে প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন।
স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইউনুছ মিয়া জানান, আমরা এই আয়োজনের মাধ্যমে বিভাগে প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে একটা বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছি। লেখা পড়ার পাশাপাশি এই প্রোগ্রাম গুলো আমাদের কমিউনিকেশন বৃদ্ধি করে। বিভাগের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। এমন আয়োজনের ধারা যেন প্রতি বছর অব্যাহত থাকে।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ বলেন, আমাদের সিনিয়রদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এমন একটা ইফতার মাহফিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই আয়োজনের মাধ্যমে বিভাগের সবার সাথে আমাদের পরিচিতিসহ একটা সুন্দর মেলবন্ধন তৈরী হবে। এমন আয়োজনে আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণসহ যাবতীয় সহযোগীতা সবসময় থাকবে।
ইফতার মাহফিলটি কোরআন তিলাওয়াত, দোয়া ও ইফতারের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।
মতামত