শিক্ষাঙ্গন

ইবিতে ভ্যানচালক ও নিরাপত্তা প্রহরীদের নিয়ে ছাত্রদল নেতার ইফতার

প্রিন্ট
ইবিতে ভ্যানচালক ও নিরাপত্তা প্রহরীদের নিয়ে  ছাত্রদল নেতার ইফতার

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, রাত ৯:১৭

পবিত্র মাহে রমজানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালক, নিরাপত্তা প্রহরী এবং খেটে খাওয়া রোজাদারদের নিয়ে ইফতার আয়োজন করেছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে ইফতারি বিতরণ শুরু হয়। পরবর্তীতে জিয়ামোড় এলাকায় পথচারী, ভ্যানচালক ও নির্মাণ শ্রমিকদের ও হলের নিরাপদ প্রহরীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। এসময় প্রায় ৪০০ রোজাদারের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়।

ইফতারি পেয়ে এক ভ্যানচালক বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় এমনিতেই আয়-রোজগার কম। মাঝেমধ্যেই রাস্তায় ইফতারের সময় হয়ে যায়, বাড়ি যেয়ে ইফতার করার সুযোগ হয়না। আমাদের কথা ভেবে যে এরকম আয়োজন করছে এজন্য শুকরিয়া করি। আল্লাহ তার ভালো করুক। 

আনোয়ার পারভেজ বলেন, মাহে রমজানে একজন রোজাদারকে ইফতার করালে রোজার সমান সওয়াব পাওয়া যায়, মানুষের দোয়াও পাওয়া যায়। তাই আজ এইসব রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করি।