শিক্ষাঙ্গন

পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে শেকৃবি নিউট্রিশন ক্লাব

প্রিন্ট
পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে শেকৃবি নিউট্রিশন ক্লাব

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, রাত ৯:০০ আপডেট : ১১ মার্চ ২০২৫, রাত ৯:১৩

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে শেকৃবি নিউট্রিশন ক্লাব। সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ক্লাবটির আত্মপ্রকাশ ও নবীন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের নেতৃবৃন্দ উদ্বোধনী বক্তব্য রাখেন। পরে নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে যায় এবং ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। ক্লাবটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. আসাবুল হক। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, অধ্যাপক ড. রোকেয়া বেগম, অধ্যাপক মো. আব্দুল লতিফ, অধ্যাপক ড. মোছা. নূর মহল আক্তার বাণু, অধ্যাপক ড. মো. আব্দুল মাসুম, অধ্যাপক আশরাফী হোসাইন, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং সহযোগী অধ্যাপক ফাতেমা সরকার।

ক্লাবটির মুখ্য মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মাহবুবুল আলম। এছাড়া মডারেটর হিসেবে আছেন অধ্যাপক ড. মো. আরফান আলী এবং সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা।

শাহারিয়ার সিফাত সভাপতি ও নওরিন ইসলাম ইমা সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবের দায়িত্ব পালন করবেন। ইফতেখার মাহমুদ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন।

তরুণ প্রজন্মের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাবে এই ক্লাব। নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয়ে জানান, শেকৃবি নিউট্রিশন ক্লাব শিক্ষার্থীদের নিয়ে পুষ্টিবিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করবে।