ছবি : ঢাকা ইনসাইটস
সারাদেশে দিন দিন বেড়েই চলেছে খুন,ধর্ষণ, যৌন নিপীড়ন,ছিনতাই এবং ডাকাতির ঘটনা। দেখা দিয়েছে আইনশৃঙ্খলার চরম অবনতি। এসব অবক্ষয়ের প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দুর্গাপুর উপজেলা নারী সেলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় চরম উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগমের সভাপতিত্বে ও সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর। এই আয়োজনে আরো বক্তব্য রাখেন,উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান,আদিবাসী নেত্রী পার্বতী রিছিল,নারী সেল নেত্রী মরিয়ম আক্তার,উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।
এই কর্মসূচিতে আলোচনাকালে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি নারীদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারকে অবশ্যই জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
মতামত