সারাদেশ

ঈদগাঁওতে অনবরত গুলি বর্ষণ করে গরু লুট; আহত-১

প্রিন্ট
ঈদগাঁওতে অনবরত গুলি বর্ষণ করে গরু লুট; আহত-১

প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, দুপুর ১:২৯

কক্সবাজারের ঈদগাঁওতে অনবরত গুলি বর্ষণ করে গরু লুট করেছে সশস্ত্র ডাকাত দল।

সোমবার (১০ মার্চ ) রাত একটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার নুরুল আলম  উক্ত এলাকার শরাফত আলীর ছেলে ।

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাত দল তার বাড়ির আঙিনার গোয়াল ঘরে হানা দেয়। পরে গরু গুলো গাড়িতে তুলতে শুরু করে। ঘরের ভিতর থেকে এটি বুঝতে পেরে ছেলে জয়নাল আবেদীন বের হলে ডাকাতরা তাকে মারধর করে। সন্ত্রাসীরা ১০/১৫ মিনিট টানা গুলি বর্ষণ করে  দু'টি গরু নিয়ে মহাসড়কের দিকে চলে যায়। এসময় ডাকাত দলের সাথে মোটর সাইকেলও ছিল। লুটকৃত গরুর আনুমানিক মূল্য আড়াই লক্ষাধিক টাকা হতে পারে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, থানা থেকে  তার এলাকায় পৌঁছাতে ১০/১৫ মিনিট সময় লাগে। অথচ সংবাদ পাওয়ার দু'ঘন্টা পর পুলিশ পৌঁছে । এদিকে  জেলা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ: মছিউর রহমান  বলেন, গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছার পুর্বে দূষ্কৃতকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঐ রাস্তা দিয়ে এলাকার চিহ্নিত কতিপয় অপরাধীর ছত্রছায়ায় নিয়মিত মিয়ানমারের গরু পাচার হয় । এরাই এ গরু  ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে।