ছবি : ঢাকা ইনসাইটস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে সমাজ বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রশিবির।
শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন উন্মুক্ত চত্ত্বরে এই আয়োজন করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী ইফতারে অংশ নেন।
শাখা সেক্রেটারি মা'য়াজের সঞ্চালনায় শাখা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শহিদুল হক।
ইফতার মাহফিলে প্রধান অতিথি মুহাম্মদ ইব্রাহীম বলেন, 'রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। ইফতার আমাদের শুধু শারীরিক প্রশান্তি দেয় না, বরং এটি ভ্রাতৃত্ব, ঐক্য ও ইসলামের সৌন্দর্যকে আরও গভীরভাবে অনুভব করার সুযোগ করে দেয়। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের নৈতিকতা, নেতৃত্ব ও সমাজের কল্যাণে অবদান রাখার মানসিকতাও থাকতে হবে। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে—একটি আদর্শ সমাজ গঠনের জন্য, যেখানে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হবে।
তিনি আরোও বলেন, আজকের এই আয়োজন আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা বাড়ানোর এক অনন্য সুযোগ। আসুন, আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করি এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করি। আসুন, আমরা ঐক্যবদ্ধ থেকে সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং কল্যাণের পথে পরিচালিত করুন।'
এছাড়াও উপস্থিত ছিলেন, চবি শাখা বিতর্ক সম্পাদক দ্বীন ইসলাম, এ এফ রহমান হল সভাপতি মোনায়েম শরীফসহ শাখা শিবিরের নেতৃবৃন্দ।
মতামত