ছবি : ঢাকা ইনসাইটস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের ব্যবসায় প্রশাসন অনুষদ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪শতাধিক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।
এতে ব্যবসায় প্রশাসন শাখা সেক্রেটারি ওবাইদুল সালমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিস সম্পাদক হাবিবউল্লাহ খালেদ।
শাখা সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি মুহাম্মদ ইব্রাহীম বলেন, আমরা বিশ্বাস করি একজন শিক্ষার্থীর দায়িত্ব কেবল একাডেমিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলিকে লালন করাও গুরুত্বপূর্ণ।
ইসলামী ছাত্রশিবির সবসময় সৎ ও আদর্শবান নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে। আমাদের এই পথচলায় আপনাদের সহযোগিতা ও দোয়া একান্ত প্রয়োজন।
অফিস সম্পাদক হাবিবউল্লাহ খালেদ বলেন, আমাদের লক্ষ্য হলো জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজের কল্যাণে কাজ করা। আসুন, আমরা ঐক্যবদ্ধ থেকে সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং কল্যাণের পথে পরিচালিত করুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় আইন সম্পাদক, শাহজালাল হল সভাপতি, সহকারী সাহিত্য সম্পাদক সহ শাখা নেতৃবৃন্দ।
মতামত