ছবি : ফাইল ফটো
আসরে সর্বোচ্চ রান করেছেন রাচিন। প্রথম ম্যাচ খেলেননি কিউই অলরাউন্ডার। ৪ ম্যাচে ২৬৩ রান করেছেন, আছে দুটি সেঞ্চুরি। বল হাতে ৩ উইকেট নিয়েছেন।
আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছেন শ্রেয়াস আয়ার। ৫ ম্যাচে ২৪৩ রান করেছেন ভারত তারকা। আছে দুটি ফিফটি। তিনে ইংল্যান্ডের বেন ডাকেট। এক সেঞ্চুরিতে তিন ম্যাচে ২২৭ রান করেছেন। চারে ডাকেটের সতীর্থ জো রুট। সমান ম্যাচে ২২৫ রান করেছেন। একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন রুট। পাঁচে ভারতের কিংবদন্তি বিরাট কোহলি। একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৫ ম্যাচে ২১৮ রান করেছেন।
ব্যাটে সেরা কুড়িতেও নেই বাংলাদেশের কেউ। টাইগারদের সর্বোচ্চ ১১৩ রান করেছেন জাকের আলি অনিক। তালিকায় ২৩ নম্বরে আছেন তিনি।
বল হাতে উইকেট শিকারীর তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চোটের কারণে ফাইনালে খেলা হয়নি তার। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ৯টি করে উইকেট নিয়েছেন তিনজন- ভারতের বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ৮ উইকেট নিয়ে তালিকার পাঁচে কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
বোলিংয়েও সেরা কুড়িতে নেই বাংলাদেশের কেউ। টাইগার জার্সিতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। তালিকার ২১ নম্বরে আছেন তিনি।
মতামত