সারাদেশ

সীমানার দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

প্রিন্ট
সীমানার দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ৮ মার্চ ২০২৫, দুপুর ১:১৪

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই দ্বীন ইসলাম (৫০) নিহত হয়েছেন। নেত্রকোণার মদন উপজেলায় এই ঘটনা ঘটেছে। 

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত দ্বীন ইসলাম মদন উপজেলার কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির সীমানা নিয়ে তর্ক-বিতর্কের সময় ছোট ভাই সম্রাট লাঠি দিয়ে বড় ভাই দ্বীন ইসলামের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন দ্বীন ইসলাম। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে দ্বীন ইসলামের মৃত্যুর খবর পেয়ে সম্রাট তার পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন,খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।