শিক্ষাঙ্গন

শেকৃবিতে ‘বিজয়-২৪’ কর্তৃক সুবিধাবঞ্চিত ও অসহায়দের ইফতার বিতরণ

প্রিন্ট
শেকৃবিতে ‘বিজয়-২৪’ কর্তৃক সুবিধাবঞ্চিত ও অসহায়দের ইফতার বিতরণ

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ৭ মার্চ ২০২৫, রাত ১০:৪৭ আপডেট : ৭ মার্চ ২০২৫, রাত ১০:৫০

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিজয়-২৪ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টায় পুরাতন এগ্রিবিজনেস ফ্যাকাল্টি প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টাবৃন্দ—প্রফেসর ড. নাহিদ জেবা, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। 

এছাড়াও ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য উপদেষ্টা মণ্ডলী, সদস্য এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "জুলাই অভ্যুত্থানের পর মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিজয়-২৪ ফাউন্ডেশনের পথচলা শুরু। বিভিন্ন নিবেদিতপ্রাণ মানুষের সহায়তায় প্রতিষ্ঠানটি এখনো এগিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায়, পবিত্র রমজান মাসে কিছু পরিবারের জন্য ইফতার ও রমজানের বাজার সরবরাহের ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে আজকের এই আয়োজন।"

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য অর্জন করবে বিজয়-২৪ ফাউন্ডেশন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। 

ক্ষুদ্র পরিসরে হলেও অসহায়দের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বৃহত্তর আকারে মানুষের সেবা করার সুযোগ পাবে এই ফাউন্ডেশন—এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি বলেন, "বিজয়-২৪ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। গণঅভ্যুত্থানের পর সৃষ্ট নতুন বাংলাদেশে তারুণ্যের দীপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে একদল উদ্যমী তরুণ সমাজসেবা ও জনহিতৈষী কার্যক্রমে যুক্ত হয়েছে।" তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ফাউন্ডেশনের অন্যতম অঙ্গীকার।