জাতীয়

পুলিশের লাঠিচার্জে হিযবুত তাহরীরের কর্মসূচি ‘মার্চ ফর খিলাফত’ পণ্ড

প্রিন্ট
পুলিশের লাঠিচার্জে হিযবুত তাহরীরের কর্মসূচি ‘মার্চ ফর খিলাফত’ পণ্ড

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ৭ মার্চ ২০২৫, দুপুর ২:৩২

পুলিশের বাধা অতিক্রম করে ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি চালিয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। পরে ওই মিছিলের ওপর পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমের সামনের এই ঘটনা ঘটে। 


জানা গেছে, মিছিল থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হিযবুত তাহরীর সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়ে বিজ্ঞপ্তি দেয় পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।

এরপর থেকে সংগঠনটির যেকোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার (৭ মার্চ) নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’–এর ডাক দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি তাদের এ সিদ্ধান্তের কথা জানায়।