ছবি : সংগৃহীত
তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য জানিয়েছেন।
পরে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় তিনি তার আইনজীবীকে জানান, 'কারাগারে অনেক লোকের সঙ্গে তাকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না। ঠিকমতো খাওয়া-দাওয়াও হচ্ছে না।
আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। এরপর ভোরে আদালতের উদ্দেশ্যে আনা হয়। খুব কষ্টে আছি আমি।'
এর আগে, গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মতামত