খেলাধুলা

টসে জিতে ব্যাটিং এ অস্ট্রেলিয়া, কে যাচ্ছে ফাইনালে?

প্রিন্ট
টসে জিতে ব্যাটিং এ অস্ট্রেলিয়া, কে যাচ্ছে ফাইনালে?

ছবি : ফাইল ফটো


প্রকাশিত : ৪ মার্চ ২০২৫, দুপুর ২:৪৫ আপডেট : ৪ মার্চ ২০২৫, দুপুর ২:৪৯

মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির সেরা দুই দল অস্ট্রেলিয়া এবং ভারত। দুই দলেরই রয়েছে দুইটি করে শিরোপা। এছাড়া বর্তমানে আইসিসির অন্যান্য ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টেও এই দুই দেশ দাপট দেখিয়েই চলেছে। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতেও এই দুই দলকে ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিলো, ধারণা করা হচ্ছিলো আসরের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। তবে ফাইনাল নয় ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হতে যাচ্ছে সেমিফাইনালেই। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।


মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ার দিকে। ১৫১ ওয়ানডেতে অজিদের ৮৪ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৭টিতে। বাকি ১০ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই। টাই হয়নি কোনো ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে ভারতের সঙ্গে ৪ বার দেখা হয়েছে অস্ট্রেলিয়ার। পাল্লা ভারী ভারতের। প্রতিযোগিতার প্রথম দুই আসরে জয় পেয়েছিল ভারত, বিপরীতে ২০০৬ আসরে জয় আছে অজিদের। ২০০৯-এর ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।