আন্তর্জাতিক

ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প

প্রিন্ট
ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প

ছবি : ফাইল ফটো


প্রকাশিত : ৪ মার্চ ২০২৫, দুপুর ১২:৪৯

ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কার্যকর হয়েছে সিদ্ধান্ত। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেন তিনি।


ভয়েস অব আমেরিকা জানিয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য সাময়িক ভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট পরিষ্কার করে দিয়েছেন যে তিনি শান্তির দিকে মনোযোগ দিচ্ছেন।এই লক্ষ্যে আমাদের অংশীদারদের অঙ্গীকারও আমাদের জন্য প্রয়োজন। আমরা আমাদের সাহায্যে সাময়িক বিরতি টেনে পর্যালোচনা করছি, যাতে এটা একটা সমাধানে অবদান রাখতে পারে।

এর আগে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি “এখনও অনেক, অনেক দূরে আছে” বলে ইউক্রেনের প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাকে “সব চেয়ে খারাপ বক্তব্য” বলে অভিহিত করে বলেছেন, আমেরিকা আর বেশি দিন এসব মেনে নিবে না।

গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প আর প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকির মধ্যে বাক-বিতণ্ডা হওয়ার পর সোমবার যুদ্ধের সম্ভাব্য পরিসমাপ্তি নিয়ে তারা আবার বাকযুদ্ধে লিপ্ত হন।