ছবি : ঢাকা ইনসাইটস
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটায় সোনারগাঁও সিএনজি এন্ড ফিলিং স্টেশন নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর এবং এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে জেলার ২২ টি ফিলিং স্টেশনে সেবা দেয়া বন্ধ রেখেছে স্টেশন মালিকরা।
সোমবার বিকেল ৫ টার পর থেকে এখনও বন্ধ রয়েছে ফিলিং স্টেশনগুলো। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয় সিএনজিসহ মহাসড়কে চলাচলরত সকল ধরণের যানবাহন চালকরা।
সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন জানায়, দুপুরের আগে গ্যাসের কম চাপের অভিযোগ এনে একটি ফিলিং স্টেশনে ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময়, তারা মহাসড়কের পাশে অবস্থিত আরও কয়েকটি ফিলিং স্টেশনে ভাংচুরের চেষ্টা চালায়। এসব ঘটনার পরই নিরাপত্তাহীনতায় ভুগছে ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারিরা। এরই প্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন নরসিংদী জোনের সভাপতি আব্দুল মোমেন মোল্লা জানান, রেন্ট-এ-কার ব্যবসায়ী নামে কিছু লোকজন কিছু সিএনজি ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালায় এবং ফিলিং স্টেশন বন্ধ করার কথা বলে। স্টেশনগুলোতে গ্যাসের যে পরিমান চাপ থাকার কথা সেরকম চাপ না থাকায় আমাদের এমনিতেই অনেক সময় স্টেশন বন্ধ রাখতে হয়। এই কারণে কিছু উচ্ছৃঙ্খল লোকজন স্টেশনে হামলা, ভাংচুর ও মারধর করে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে।
মতামত