ছবি : সংগৃহীত
সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস চারজনের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা মেইলকে বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রগতি সরনি মূল সড়কের পাশে অবস্থিত হোটেলটিতে আগুনের ঘটনায় পশ্চিম পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব পাশেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মতামত