ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট, সৃজনশীল ও সেচ্ছাসেবী সংগঠন বুননের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি অনুমোদন হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া তাসনিম আপন ও সাধারণ সম্পাদক বাংলা বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহারিয়ার প্রিন্স।
শনিবার (১ মার্চ) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড মোঃ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম ও সংগঠনের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক দ্বীপ কুন্ডু'র সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।
সভাপতি-সম্পাদক ছাড়াও কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি ফাহিম শাহরিয়ার, নওরিন নিথি, সুমাইয়া হাসান জেবা, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মায়িশা মালিহা চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশেক, অর্থ সম্পাদক ফাওজিয়া ফারজানা মিম, প্রচার সম্পাদক সাইমুম ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াসিফুর রহমান, আলপনা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান প্রমি, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শেখ এ এম রুম্মান, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া জিম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে শরীফ।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছে মো রিফাত হাসান, মো শান্ত শিশির, শাকিরুল ইসলাম, মাহবুব আলম ফাহিম, আল রিয়াদ হাসান, তাঞ্জিলা আক্তার, মুশফিকুর রহিম।
বুননের বিদায়ী সভাপতি নাহিদুর রহমান বলেন, ‘রং তুলিতে স্বপ্ন বুনি’ স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠি হয় ‘বুনন’। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় নানা জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করছে। আশা করি নতুন নেতৃত্বে এ সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।
নব মনোনীত সভাপতি সাজিয়া তাসনীম আপন বলেন, আমার বিশ্ববিদ্যালয় জীবনে যুক্ত হওয়া প্রথম সংগঠন বুনন। সেই জায়গা থেকে বুননের দায়িত্ব নিজের হাতে পেয়ে আমি খুবই আনন্দিত। যেহেতু বুনন ইভেন্ট ম্যানেজমেন্ট, আলপনা নিয়ে কাজ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম করে। আমার লক্ষ্য থাকবে বুননের উদ্দেশ্য অনুযায়ী কাজ করা। সকল সদস্যদের অন্তর্ভুক্তিতে বুননকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়া।
মতামত