বিনোদন

মা-বাবা হচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা, কবে ঘরে আসছে নতুন অতিথি

প্রিন্ট
মা-বাবা হচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা, কবে ঘরে আসছে নতুন অতিথি

ছবি : ফাইল ফটো


প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:২৩

বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল নতুন অতিথি আসছে এই তারকা দম্পতির ঘরে। প্রতিবারই সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তারা। তবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খুশির খবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা।


ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, এই তারকা দম্পতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তাদের সংসারে আসছে নতুন সদস্য। পোস্টে তারা ছোট্ট এক জোড়া শিশুর মোজা হাতে ধরে থাকা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার... আসছে শিগগিরই। জানা গেছে চলতি বছরেই সন্তান আসছে তাদের ঘরে।

এই আনন্দঘন মুহূর্তে তাদের শুভেচ্ছায় ভাসিয়েছেন বলিউডের সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী শিল্পা শেঠি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, অপূর্ব! শুভেচ্ছা রইল তোমাদের জন্য। রাকুল প্রীত সিং মন্তব্য করেছেন, ওহ মাই গড! অনেক অনেক অভিনন্দন! আমি খুবই খুশি। অন্যদিকে, প্রযোজক একতা কাপুর মজার ছলে লিখেছেন, রাতান... এখন কিন্তু নিদ্রাহীন রাত আসছে।

সিদ্ধার্থ ও কিয়ারা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে ধুমধাম করে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল কয়েক বছর আগে, এক পার্টিতে প্রথম দেখা হওয়ার পর থেকেই বন্ধুত্ব গাঢ় হয়।

কিয়ারা একবার ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে জানান, রোমের একটি মিশেলিন তারকা রেস্টুরেন্টে সিদ্ধার্থ তাকে প্রপোজ করেন। কিয়ারা বলেন, রোমান্টিক ডিনারের পর আমরা হাঁটতে বেরিয়েছিলাম। হঠাৎ গাছের আড়াল থেকে একজন বেহালা বাজাতে শুরু করেন, আর সিদ্ধার্থ হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করে। আমি এতটাই অভিভূত হয়ে গিয়েছিলাম যে কিছু বলতেই পারছিলাম না। প্রস্তাব দেওয়ার সময় সিদ্ধার্থ এতটাই নার্ভাস ছিলেন যে, তিনি নিজের ‘শেরশাহ’ সিনেমার বিখ্যাত ডায়ালগ বলতে শুরু করেন।