খেলাধুলা

এনদ্রিকের গোলে সেমিতে এক পা রিয়ালের

প্রিন্ট
এনদ্রিকের গোলে সেমিতে এক পা রিয়ালের

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১:১৬

স্প্যানিশ কোপা দেল রের ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই হারে ফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল সোসিয়েদাদ।


রিয়াল মাদ্রদের জয়ের নায়ক এন্ড্রিক ফেলিপ্পে। ১৯ মিনিটে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এন্ড্রিকের গোলের উৎস ইংলিশ মিডফিল্ডার ‍জুডে বেলিংহাম। এই গোলটাই গড়ে দিয়েছে ব্যবধান। ম্যাচের বাকি সময় দুই দলই গোল মিসের মহড়া দিয়েছে।

রিয়াল মাদ্রিদের একাদশ তারকায় ঠাসা। বড় তারকাদের ভিড়ে একাদশে খুব একটা সুযোগ মিলছে না এন্ড্রিকের। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সিংহভাগ ম্যাচে ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ছিলেন দর্শক সারিতে। কিন্তু কোপা ডেল দেল রেতে ভিন্ন ছবি দেখা যাচ্ছে।

এই প্রতিযোগিতায় নিয়মিত রিয়াল মাদ্রিদের একাদশে জায়গা হচ্ছে এন্ড্রিকের। সুযোগ পেয়ে তা কাজেও লাগাচ্ছেন ব্রাজিলিয়ান সেনসেশন। টুর্নামেন্টে ইতোমধ্যে চার গোল করেছেন তিনি। সংখ্যাটা আরও বাড়তে পারতো। কিন্তু সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ফেলিপ্পেকে গোলবঞ্চিত করে ক্রসবার।

এ নিয়ে অবশ্য তেমন আক্ষেপ নেই এন্ড্রিক কিংবা রিয়াল মাদ্রিদের। কারণ, জয় তো এসেছে। তা ছাড়া আগামী ১ এপ্রিল দ্বিতীয় লেগ লস ব্ল্যাঙ্কোসরা খেলবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ওই ম্যাচে হার ঠেকালেই চলবে আনচেলত্তির দলের। তবে প্রথম লেগে এগিয়ে থাকলেও সতর্ক থাকছে কুড়িবারের চ্যাম্পিয়নরা।

এদিকে সেমিফাইনালের অন্য ম্যাচটা উপহার দিয়েছে থ্রিলার। পরশু রাতে শেষ চারের প্রথম লেগে ৪-৪ গোলে ড্র করেছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আশা করা হচ্ছে, কোপা দেল রের ফাইনালে হয় মাদ্রিদ ডার্বি অন্যথায় এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। ২৬ এপ্রিল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।