খেলাধুলা

নতুন বাংলাদেশ দলের আজ নতুন শুরু

প্রিন্ট
নতুন বাংলাদেশ দলের আজ নতুন শুরু

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:৪০

বাংলাদেশ নারী ফুটবল দল নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে সাবিনা খাতুনসহ ১৮ জন বিদ্রোহী খেলোয়াড়কে বাদ দেওয়ার পর, এই দলটি আগামীতে নতুনভাবে নিজেদের প্রমাণ করতে চায়। গত সাফ জয়ী দলের আটজন খেলোয়াড় আছেন এই দলে, কিন্তু বেশিরভাগই নবাগত। এই দলই আজ নতুন শুরু করছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ দিয়ে।


ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে নবাগতরা নিজেদের প্রমাণের সুযোগ পাবেন।

গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পায় বাংলাদেশ। তবে সাফের সেই জয়ের মূল কুশীলবরা এখন দলের বাইরে। তাদের ছাড়া নতুন দল কেমন করবে, সেটা সবার আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

নতুন অধিনায়ক হিসেবে দলে যুক্ত হয়েছেন ডিফেন্ডার আফঈদা খন্দকার, যিনি আজকের ম্যাচে নিজের অধিনায়কত্বের অভিষেক করবেন। তার নেতৃত্বে দল নতুন দিনে পা রাখতে চায়, আর জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম দুবাইয়ে দলের সঙ্গে রয়েছেন এবং দলের মনোবল বৃদ্ধি করার জন্য কাজ করেছেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, 'মেয়েদের উজ্জীবিত করেছি আমি। তারা বেশ উজ্জীবিত মনে হয়েছে। আশা করি, জয় দিয়েই তারা শুরু করবে।'

বাংলাদেশ এবং আমিরাত জাতীয় দল কখনও মুখোমুখি হয়নি। তবে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ তিনটি ম্যাচে জয় পেয়েছে, তিনটি ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে ৬-০, ২০১৮ সালে একই টুর্নামেন্টে ৭-০ এবং ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ২-০ গোলের জয় পায় বাংলাদেশ।

এবার নতুন দল, নতুন অধিনায়ক এবং নতুন উদ্যোম নিয়ে, বাংলাদেশ নারী ফুটবল দল আজ দুবাইয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে মাঠে নামবে।