ছবি : বিজয় উদযাপন
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বেলা ১১ টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে চট্টগ্রাম আবাহনীর জিয়ন সরকারের একমাত্র গোলে জয়লাভ করে ইতিহাস বিভাগ।
টান টান উত্তেজনা বিরাজমান ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে সাদেক হোসেনের বাড়ানো বলে জাল খুঁজে নেয় দলের দশ নাম্বার জার্সি পরিহিত জিয়ন সরকার। ম্যাচের বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমন চললেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি কোনো দলই। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও হাজার খানেক দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি এই দিনটির জন্য অনেকদিন ধরে মুখিয়ে ছিলাম। কেননা, আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই এই খেলার উদ্বোধন করি। আজকের উভয় দলের খেলা দেখে আমি মুগ্ধ। আমি উভয় দলকেই অভিনন্দন জানাই। খেলায় হারজিত থাকবে তবে আমি মনে করি এই খেলায় উভয় দলই জয়ী।
তিনি আরও বলেন, ফুটবল খেলা ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মারামারির মতো ঘটনা ঘটে। তবে আজকের এই খেলা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। সেজন্য আমি মাঠের বাইরে থাকা দর্শকদের ধন্যবাদ জানাই। তাদের সর্বাত্মক সহযোগিতার ফলেই আজকের এই টুর্নামেন্টটি সফলভাবে সমাপ্ত হয়েছে।
এছাড়াও তিনি বলেন, পর্যায়ক্রমে ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল এবং ক্রিকেট সহ সকল ধরনের খেলা আয়োজন করা হবে।
মতামত