ছবি : ফাইল ফটো
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, “নতুন যে দলটা আসছে, তাদের রাজনীতি কী, সেটাই এখনো পরিষ্কার নয়। তারা এখন পর্যন্ত বলেওনি তাদের রাজনৈতিক দর্শন কী হতে যাচ্ছে। শুধু বলছে, তারা ‘জুলাইয়ের চেতনা’ থেকে দেশ গড়বে, কিন্তু কীভাবে গড়বে, সেই ব্যাখ্যা নেই।”
তিনি আরও বলেন, “আমি এই রাজনৈতিক দল নিয়ে এই মুহূর্তে খুব একটা আশাবাদী নই। তাদের একমাত্র দৃশ্যমান যোগ্যতা হলো, তারা হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। মাসুদ কামাল বলেন,“তাদের একমাত্র যোগ্যতা হলো তারা হাসিনাকে নামায় দিছে, তাদের এখন পর্যন্ত দৃশ্যমান একমাত্র যোগ্যতা তারা দাবি করে -আমরা নামাইতে পারছি, পলিটিক্যাল পার্টিগুলো পারে নাই, আমরা নামাইয়া ফেলাইছি।যদি তাদের এই যোগ্যতাটাকে আমি গ্রহণও করি তারপরও এই রাজনৈতিক দলকে নিয়ে আমি আশাবাদী না”
তিনি ব্যাখ্যা করে বলেন, “একটি ভবন ভাঙতে রাজমিস্ত্রি যথেষ্ট, কিন্তু নতুন ভবন গড়তে লাগে একজন দক্ষ আর্কিটেক্ট। ভবন গুঁড়িয়ে দেওয়ার অর্থ এই নয় যে, সেই জায়গায় একটি শক্তিশালী ভবন নির্মাণ করা সম্ভব। এটা বোঝা দরকার, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক জিনিস, কিন্তু নতুন ইতিহাস তৈরি করা আরেক জিনিস। দেশ পরিচালনা করতে গেলে শুধু সরকার পতন নয়, পরিকল্পনা, নেতৃত্ব এবং কাঠামোগত সক্ষমতাও প্রয়োজন।”
তিনি প্রশ্ন তোলেন, “এই রাজনৈতিক দল কি আদৌ একটি সংগঠিত পরিকল্পনা নিতে পেরেছে? তারা কি সত্যিই দেশ পরিচালনার মতো যোগ্যতা রাখে?”
মতামত