সারাদেশ

টঙ্গীতে ট্রেনে কাঁটা পরে যুবকে মৃত্যু

প্রিন্ট
টঙ্গীতে ট্রেনে কাঁটা পরে যুবকে মৃত্যু

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:২৬

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে নুর হোসেন লিটন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত নুর হোসেন লিটন টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার শাহাজাহান আলীর ছেলে। তিনি টঙ্গী বাজার এলাকার একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে ঢাকা থেকে ময়মনসিংহগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন আরিচপুর বউবাজার এলাকা অতিক্রম করার সময় অসতর্কতা বসত ট্রেন লাইনে ওঠে পরেন লিটন। ঘটনার আকস্মিকতায় তিনি মাথা ঘুরিয়ে ট্রেন লাইনের উপর পরে যান। এতে দ্রুতগামী ট্রেনটির নিচে কাঁটা পরে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে আরিচপুরস্থ তার বাসায় নিয়ে গিয়ে পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।