ছবি : ঢাকা ইনসাইটস
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকায় তারা এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। পরে শত শত মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করা হয়। এটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কামরুন্নার সুজনা আক্তার,শেলিনা আক্তার,হামিদা খাতুন, মোমেনা আক্তার, দুলাল মিয়া, নূরুজ্জামান,আল আমিন, মো:সাইদুল ইসলাম, আওলাদ হোসেন, জয়নাল আবেদীন,ফরিদ,শাহীন মিয়া এবং আব্দুল ছালাম।
আলোচকরা বলেন,গত বুধবার শাহজাহান কে জড়িয়ে একটি মিথ্যা মামলা করা হয়েছে। প্রকৃতপক্ষে শাহজাহান এ ঘটনার সাথে কেনোভাবেই জড়িত না৷ সে সব সময় অসহায়দের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে। আমরা তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি প্রত্যাহারের দাবি জানাই।
উল্লেখ্য,গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কাজে বাধা প্রদান এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শাহজাহান মিয়া সহ ৭ জনের নাম উল্লেখ করে উপজেলা প্রশাসন মামলা দায়ের করে।
মতামত