ছবি : ঢাকা ইনসাইটস
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নরসিংদী হতে আগত শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের হানিফ মিয়াকে সভাপতি এবং ইইই বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান নাঈমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইকবাল হোছাইন, অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৯ সদস্যের এই আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ ইকরাম খান তুহিন, মোঃ সিফাতুল ইসলাম, মোঃ শাওন খান, ইসনাইন ভূইয়া মুকুল, মোঃ আতিকুর রহমান, শাওন ভূঁইয়া তপু, তৈয়্যবা আক্তার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাঈম মিয়া, টুটুল কাজল, মোঃ জুনায়েদ।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক সোহরাব উদ্দিন আহম্মেদ, ইউসুফ আহমেদ, মোঃ আরমান হোসেন জয়, সুমাইয়া ফাহমিদা। কমিটির দপ্তর সম্পাদক মোঃ ফাহমিদুল সিফাত, প্রচার সম্পাদক নূর-ই-আলম এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ মোশারফ।
মতামত