বিনোদন

সেলফির অজুহাতে পুনমকে যৌন হেনস্তা, মুখ খুললেন সেই যুবক

প্রিন্ট
সেলফির অজুহাতে পুনমকে যৌন হেনস্তা, মুখ খুললেন সেই যুবক

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:৪১

কখনও নগ্ন হতে চেয়ে আবার কখনও মৃত্যু গুজব ছড়িয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। সম্প্রতি আলোচনায় আসেন হেনস্তার শিকার হয়ে। সেলফি তোলার নাম করে এক যুবকের হাতে যৌন হেনস্তার শিকার হন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবনেদনে বলা হয়, গেল শুক্রবার পুনম রাস্তায় দাঁড়িয়ে আলোকচিত্রীদের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখন পেছন থেকে এক অনুরাগী সেলফি তোলার চেষ্টা চালান। রাজি হন অভিনেত্রী।

এরপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সেলফি তোলার নাম করে পুনমকে জোর করে চুমু খেতে এগিয়ে যান যুবক। তাই দেখে চমকে ওঠেন অভিনেত্রী। ঘটনা আঁচ করতে পেরে যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায় পুনমকে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ওই যুবক। জানালেন পুনমকে ভালোবাসেন তিনি। তার কথায়, “এতে দোষ কোথায়? স্বপ্নে যার নিত্য যাওয়া-আসা, তাকে বাস্তবে কাছাকাছি পেলে তো এ রকমই কিছু ঘটবে!” তাই নিজের আচরণ নিয়ে মোটেও অনুতপ্ত নন তিনি। তার দাবি, আগাম প্রস্তুতি থাকলে এর চেয়েও আরও বেশি কিছু হত হয়তো।

২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে। ফাইনাল ম্যাচের আগে পুনম ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তবে ভারত জিতলেও নগ্ন হননি পুনম। 

তবে সেসময় ওই ঘোষণা দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন পুনম। পরের বছর নাম লিখিয়েছিলেন বলিউডে। অভিনয় করেছিলেন ‘নাশা’ সিনেমায়। এছাড়া ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।