ছবি : ঢাকা ইনসাইটস
ঐক্য,শিক্ষা,শান্তি,প্রগতির ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর নেত্রকোণার দুর্গাপুর উপজেলা শাখার ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এই সম্মেলনে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে জহির রায়হানকে সভাপতি,সাবিনা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক এবং আল মামুনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
দুর্গাপুর পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সাইফ রুদাদ। এরপর ছাত্র ইউনিয়নের সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর,সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার,আজিম উদ্দিন,ছাত্র ইউনিয়ন নেত্রকোণা জেলা সংসদের সভাপতি আহমেদ তানভীর মোকাম্মেল,শামসুল আলম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা ছাত্র ইউনিয়নকে এগিয়ে নিতে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
রাতে অনুষ্ঠিত হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। এতে পূর্ব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান,সংগঠনকে এগিয়ে নিতে তারা নব প্রত্যয়ে কাজ করবেন।
মতামত