সারাদেশ

নেত্রকোণায় স্ত্রীকে ধর্ষণের ক্ষোভ থেকেই হত্যা করা হয় রাজিবকে

প্রিন্ট
নেত্রকোণায় স্ত্রীকে ধর্ষণের ক্ষোভ থেকেই হত্যা করা হয় রাজিবকে

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:১৪

নেত্রকোণায় রাজিব তালুকদার (৩৮) হত্যায় জড়িত সন্দেহে দ্বীপ সরকার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে রাজিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন শুক্রবার (২১ ফেব্রুয়ারী) এসব তথ্য নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দ্বীপ সরকার। তার বয়স ৩০। রাজিব তালুকদার ও দ্বীপ সরকার উভয়েরই বাড়ি কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামে। তারা একে অপরের প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়,তারা দুজনই মাদক সেবনে জড়িত ছিলেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্বীপ জানায়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে রাজিব। সেই ক্ষোভ থেকেই বৃহস্পতিবার দিবাগত রাতে রাজিবকে হত্যা করা হয়।

কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন,শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।