বিনোদন

প্রত্যেক বাবা-মায়েরই নতুন প্রজন্মকে মাতৃভাষা শেখানো উচিত: পরমব্রত

প্রিন্ট
প্রত্যেক বাবা-মায়েরই নতুন প্রজন্মকে মাতৃভাষা শেখানো উচিত: পরমব্রত

ছবি : ফাইল ফটো


প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:৩১

আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রক্তের বিনিময়ে বাংলায় কথা বলার অধিকার ছিনিয়ে এনেছিলেন এ দেশের সূর্য সন্তানেরা। দিনটি বৈশ্বিক স্বীকৃতি পাওয়ায় অন্য দেশের মানুষদের কাছেও পৌঁছে গেছে ত্যাগের সে কাহিনী।


তবে তা যেন পশ্চিমবঙ্গবাসীদের বিশেষভাবে নাড়া দেয়। কেননা সেখানকার ভাষাও বাংলা। তাই তো দিনটি উপলক্ষে টলিউড অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়ের মুখে শোনা গেল, প্রত্যেক বাবা-মায়েরই নতুন প্রজন্মকে মাতৃভাষা শেখানো উচিত।

ভারতীয় সবংবাদমাধ্যমে পরম লিখেছেন, প্রত্যেক বাবা-মায়েরই নতুন প্রজন্মকে মাতৃভাষা শেখানো উচিত। বাঙালি বাবা-মা হিসেবে আমি ও পিয়া অবশ্যই চেষ্টা করব, প্রথম দিন থেকে যাতে বাংলা ভাষার সঙ্গে আমাদের সন্তানের যোগ তৈরি হয়। অবশ্যই সারা বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করার ভাষাও সে শিখবে। যেমন আমি বা পিয়া শিখেছি। কিছুটা গর্ব করেই বলি, বিশ্বের বিভিন্ন স্থানে গিয়েই স্বতঃস্ফূর্ত ভাবে সংযোগ স্থাপন করতে পারি। কিন্তু তার মানে কি বাংলা ভাষাটা কম জানি? তা তো নয়। চেষ্টা করব, আমাদের সন্তানও যেন ভাষাজ্ঞানে এই ভারসাম্যটা বজায় রাখতে পারে।

এদিকে সম্প্রতি সংসারে নতুন অতিথির আগমনের বার্তা দিয়েছেন পরম। সেকারণেই হয়তো আন্তর্জাতিক মাতৃভাষার দিন নতুন প্রজন্ম নিয়েই বেশি ভাবছেন অভিনেতা।