রাজনীতি

শিবিরকে গুপ্ত রাজনীতি থেকে বের হতে বললেন সমন্বয়ক কাদের

প্রিন্ট
শিবিরকে গুপ্ত রাজনীতি থেকে বের হতে বললেন সমন্বয়ক কাদের

ছবি : ফাইল ফটো


প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৪৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বারবার ইন্টারনেট বন্ধ থাকার কারণে যখন যোগাযোগ সীমিত হয়ে পড়েছিল, তখন সাংবাদিকদের কাছে খুদে বার্তা পাঠিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির তথ্য জানিয়ে আলোচনায় আসেন তিনি। গণঅভ্যুত্থানের এই নায়ক দেশের চলমান ছাত্ররাজনীতি নিয়ে ও ছাত্রশিবিরের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আবদুল কাদের তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ছাত্রশিবির গুপ্তভাবে রাজনীতি করে। তাদের প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান তিনি। ইতিমধ্যে তার স্ট্যাটাস ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ তা শেয়ার দিয়েছেন। জানিয়েছেন তাদের মতামত।

ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি সম্পর্কে বলতে গিয়ে আবদুল কাদের লিখেছেন, যারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চায়, অনলাইন-অফলাইনে ছাত্ররাজনীতি নিষিদ্ধের জন্য জোরেশোরে প্রচার-প্রচারণা করে, কর্মসূচি পালন করে; কিন্তু শিবিরের কমিটি প্রকাশ করার পরে দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই ওই লোকগুলা সভাপতি-সেক্রেটারি হিসেবে আবির্ভূত হয়! কি এক লীলাখেলা! শিবিরের হল কমিটি প্রকাশ করলে হয়তো আরো ভয়াবহ চিত্র দেখতে হবে।

তিনি আরও লিখেছেন, এই সংস্কৃতি (গুপ্ত রাজনীতি) থেকে শিবিরকে বের হয়ে আসতে হবে। এখন তো অন্তত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও বের না হলে আর কখন? ছাত্রদের জন্য নিয়মতান্ত্রিক রাজনীতি করতে হলে অবশ্যই প্রকাশ্যে এসে রাজনীতিটা করতে হবে। গুপ্তভাবে নিজেরা রাজনীতি করবেন, আর নিষিদ্ধের দাবী তুলে অন্যদেরকে রাজনীতি করতে দিবেন না, সেটা কীভাবে হয়? আর মূলত এই কারণে-ই দ্বন্দ্ব-সংঘাত বাঁধে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা উচিত নয় জানিয়ে তিনি আরও লিখেছেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। রাজনীতি করা না করা ব্যক্তির সাংবিধানিক অধিকার। আবার এখানে জোর-জবরদস্তি করারও সুযোগ নাই। ছাত্র রাজনীতি যেমন আবশ্যকীয়, তেমনি ছাত্র রাজনীতির কাঠামোগত পরিবর্তনও অবশ্যম্ভাবী।