ভারত

ঘাড়ে রড পড়ে নারী অ্যাথলেটের মৃত্যু

প্রিন্ট
ঘাড়ে রড পড়ে নারী অ্যাথলেটের মৃত্যু

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:১৫

অনুশীলনের সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ভারতের তরুণ অ্যাথলেট যষ্টিকা আচার্য। রাজস্থানের ১৭ বছর বয়সী এই নারী পাওয়ারলিফ্টার দেশটির জুনিয়র জাতীয় গেমসে সোনা জিতেছিলেন। অনুশীলনের সময় তার ওপর ভারী রড পড়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

রাজস্থানের বিকানীরে গত মঙ্গলবার জিম করছিলেন যষ্টিকা। 

অনুশীলনের সময় ২৭০ কেজির রড তার ঘাড়ে এসে পড়ে। প্রচণ্ড আঘাতে সাথে সাথে ঘাড় ভেঙে যায়। উপস্থিত ব্যক্তিরা তাঁকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায়নি।

বিকানীর শহরের এসএইচও বিক্রম তিওয়ারি যষ্টিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, যষ্টিকা যখন জিমে অনুশীলন করছিলেন, তখন সঙ্গে ছিলেন তাঁর ট্রেনার। এই ঘটনায় ট্রেনারও সামান্য আহত হয়েছেন। যষ্টিকার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর পরিবারকে লাশ হস্তান্তর করা হয়েছে।