ছবি : সংগৃহীত
দুবাইয়ের মাটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভারতকে হারানোর জন্য দুবাইয়ের কন্ডিশন আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে। দুবাইয়ের ধীর গতির উইকেটকে বাংলাদেশের উইকেটের সাথে বিবেচনা করা হয় এবং সম্প্রতি এই ধরনের উইকেটে খেলতে বেগ পেতে হয়েছে ভারতকে।’
দলের স্পিন আক্রমণে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে বলে শোনা যাচ্ছে ভারত। দলের অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে তার বদলে ওয়াশিংটন সুন্দরকে মাঠে নামাতে চান ভারতীয় কোচ গৌতম গম্ভীর। দুবাইয়ের পিচ বিবেচনা করে মূলত সুইং নির্ভর বোলিং আক্রমণ সাজাতে চান তিনি।
স্পিন নির্ভর ভারতের বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তির জায়গা হল পেসাররা। দলের মুস্তাফিজের পাশাপাশি তাসকিন আহমেদ এবং নাহিদ রানার আক্রমণে ভরসা রাখতে চান অধিনায়ক শান্ত। পেস আক্রমণ উন্নতি হওয়ায় সাম্প্রতিক সময়ে দলকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে পেসাররা। সেখানে দুবাইয়ের কিছুটা ধীরগতির উইকেটে মুস্তাফিজুর রহমান হতে পারেন বাংলাদেশের এক্স-ফ্যাক্টর। ডেথ ওভারে তার কার্যকরী স্লোয়ার এবং কাটার হতে পারে ভারতকে বশে আনার কার্যকরী হাতিয়ার।
মতামত