আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত

প্রিন্ট
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:০৫

পাকিস্তানে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। 


দেশটির উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী এই অভিযান চালায়। খবর সিনহুয়া ও আনাদোলুর।

এসব জঙ্গি আফগান ভূখণ্ড থেকে তাদের কাজ পরিচালনা করছে বলেও অভিযোগ করেছে পাকিস্তান। যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।