ছবি : সংগৃহীত
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে হামলাকারীরা। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থানায় মামলা করেন ভুক্তভোগী বিএনপি নেতা।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মতামত