সারাদেশ

কীর্তনখোলায় তেলের ট্রলার বিস্ফোরণে নিহত ২

প্রিন্ট
কীর্তনখোলায় তেলের ট্রলার বিস্ফোরণে নিহত ২

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:৫৮

বরিশালের কীর্তনখোলা নদীতে একটি তেলের ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।


গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে তেলের ড্রামভর্তি ট্রলারটি কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ায় যাচ্ছিল যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল।

নিহতরা হলেন ২৮ বছর বয়সী সম্পদ আলী এবং ২২ বছর বয়সী রুবেল। তারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার ভোরে সম্পদ এবং সোমবার সকালে রুবেল মারা যান।

এছাড়াও বিস্ফোরণের ঘটনায় আহত ২ জন এখনও চিকিৎসাধীন। তাদের নাম মানিক (৩০) এবং মান্না (২৫)। তাদের শরীরের ৬০ শতাংশ এবং ৬৬ শতাংশ পুড়ে গেছে। জানা গেছে, আহতদের শ্বাসনালীও পুড়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর ৪ জনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়, এরপর তাদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়।

প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রুবেলের শরীরের ৬৫ শতাংশ এবং সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন মানিক এবং মান্নার শারীরিক অবস্থাও গুরুতর।

এদিকে, পুলিশ ও প্রশাসন বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি।