সারাদেশ

অপহরণের তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন ২৫ শ্রমিক

প্রিন্ট
অপহরণের তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন ২৫ শ্রমিক

ছবি : ফিরে আসা কয়েকজন


প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:২৬

বান্দরবানের লামা থে‌কে অপহৃত ২৬ জন রাবার শ্রমিকের ম‌ধ্যে অব‌শিষ্ট ২৫ জন মু‌ক্তি পে‌য়ে বা‌ড়ি‌ ফি‌রে‌ছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়ে কক্সবাজা‌রের চক‌রিয়ার ইদগাহ স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে চিকিৎসা নিচ্ছেন। এর আগে, গতকাল সোমবার বিকা‌লে এক শ্রমিক জিম্মিদশা থেকে পালিয়ে আসেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুংঝিরিপাড়া থেকে ২৬ রাবারশ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তা‌দের উদ্ধারে অভিযান শুরু করেন। প‌রে সোমবার বি‌কা‌লে ‌জিয়াউর রহমান না‌মের একজন রাবারশ্রমিক পা‌লি‌য়ে আসেন। অব‌শে‌ষে অপহর‌ণের ৩‌ দিন পর আজ (মঙ্গলবার) সকা‌লে সবাইকে মুক্তিপণের বিনিময়ে ছে‌ড়ে দেওয়া হয়।

নাম প্রকা‌শে অনিচ্ছুক অপহৃত‌দের স্বজনরা জানান, শ্রমিকদের মু‌ক্তির বিনিময়ে অপহরণকারীদের ১০ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে এ বিষ‌য়ে কাউকে কিছু না জানা‌নোর জন‌্য বলা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে সবাই কক্সবাজা‌রের চক‌রিয়ার ইদগাহ স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌চ্ছেন ব‌লে জানা ‌গে‌ছে।

বান্দরবানের পু‌লিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ কাওছার ব‌লেন, ‘আজ (মঙ্গলবার) সকা‌লে অপহৃত শ্রমিকরা সবাই ফি‌রে এসে‌ছেন ব‌লে শু‌নে‌ছি। তবে তারা কোথায় আছেন জানি না। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ মুক্তিপণের বিষয়টিও জানা নেই বলেন জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়।