সারাদেশ

সাবেক ১১ মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আজ

প্রিন্ট
সাবেক ১১ মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আজ

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৯:৪৪

জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর দুইজন উপদেষ্টাসহ ১৬ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। 


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডা.দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব মো. জাহাঙ্গীর আলম।