ছবি : ফাইল ফটো
আমেরিকা থেকে বিতাড়িত অবৈধ এসব অভিবাসীদের বহনকারী তৃতীয় বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা ১১২ জন ভারতীয়কে নিয়ে একটি বিমান রোববার রাতে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছাল ভারতে।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর ফ্লাইট সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ০৩ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধ ভারতীয়কে ভারতে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর তৃতীয় দফায় ফেরত পাঠানো হয় আরও ১১২ জন অবৈধ অভিবাসীকে।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই ১১২ জন অবৈধ ভারতীয়র মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দেশটির হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পিটিআই জানিয়েছে, হরিয়ানার ৪৪ জন, গুজরাটের
মতামত