ছবি : সংগৃহীত
গত ১১ ফেব্রুয়ারি মাস্ক তার ৪ বছর বয়সী ছেলে এক্স এ-এক্সআইআ (যাকে তিনি এক্স বলে ডাকেন) কে সঙ্গে নিয়ে একটি প্রেস ব্রিফিংয়ে নিয়ে যান। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছু নির্বাহী আদেশ নিয়ে আলোচনা করেন। এ সাক্ষাতের সময় মাস্কের চার বছর বয়সী ছেলের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
মাস্ক যখন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন, বাচ্চাটি তখন তাত্ক্ষণিকভাবে সবার মনোযোগের বিষয় হয়ে ওঠেন। কারণ সেসময় ছোট্ট এক্স ট্রাম্পকে সম্বোধন করে বিভিন্ন কথা বলছিল। তার এই কথাগুলো ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভিডিওটি দেখে নেটিজেনরা দাবি করছেন, ছোট্ট এক্স ট্রাম্পকে বলছিল, \'আপনি প্রেসিডেন্ট নন, আপনাকে চলে যেতে হবে।\' আবার অনেকের মতে, এক্সের মন্তব্য ছিল অনেকটাই সোজাসাপটা এবং স্পষ্ট: \'আমি চাই আপনি আপনার মুখ বন্ধ করুন।\'
ভাইরাল হওয়া ভিডিওটি অনলাইনে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই নানারকম মন্তব্য করেছেন। আবার কেউ কেউ এটার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আরও কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, এক্সের সাথে এই বিশেষ আচার-ব্যবহার ট্রাম্পকে কিছুটা অসহায় এবং গুরুত্বহীন বলে মনে হয়েছে।
তথ্যসূত্র- এনডিটিভি।
মতামত