রাজনীতি

জামায়াতের লোকজন কোন নির্বাচনী এলাকায় দাঁড়াতেই পারবে না

প্রিন্ট
জামায়াতের লোকজন কোন নির্বাচনী এলাকায় দাঁড়াতেই পারবে না

ছবি : ফাইল ফটো


প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১০:৩২

জামায়াতের এখন যত লোকজন আছে তারা কোন নির্বাচনী এলাকায় দাঁড়াতেই পারবে না এটা হলো রিয়ালিটি এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি।


তিনি বলেন, মূল ব্যাপার হলো আমাদের আইন-শৃঙ্খলার যে মেরুদণ্ড, ব্যাকবোনটা আছে, যেটা মানুষকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং আইনের প্রতি কমিটমেন্ট থেকে রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মী-সমর্থকরা রাষ্ট্রকে ভয় পাবে। এই জিনিসটা বিএনপির নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবকিছু বিএনপির দখলে চলে যাবে।

তিনি আরো বলেন, এর বাইরে জামায়াতের এখন যত লোকজন আছে, তারা কোনো নির্বাচনী এলাকায় দাঁড়াতেই পারবেন না। এটা হলো রিয়ালিটি। এজন্য তারা চাচ্ছে না। আর বিএনপি যখন তার নির্বাচনী এলাকাগুলো দখলে নিয়ে নেবে, তখন বিএনপির যে পাঁচ থেকে ছয়জন প্রার্থী হয়ে যাবে একেকটা এলাকায়। 

মনোনয়ন প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখন ধরুন, যে লোক মনোনয়ন পাবে, তার কপাল খারাপ হয়ে যাবে। সে সেটা গিয়েই কি চিবিয়ে খাবে? না, সেটা নিয়ে সে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা বলবে। এবং এখানে দেখুন, আইন-শৃঙ্খলা না থাকলে যারা ওই মনোনয়নপত্র ইস্যু করেছে, সিগনেচার করেছে, তাদের জীবন হুমকির মুখে পড়ে যাবে। এই হলো অবস্থা।