শিক্ষাঙ্গন

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ কমিটিকে বাতিল ঘোষণা শেকৃবি’র

প্রিন্ট
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ কমিটিকে বাতিল ঘোষণা শেকৃবি’র

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:২৩ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:২৫

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি এর (২০২৫-২৬) বর্ষের জন্য নবগঠিত কার্যনির্বাহী কমিটি অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শেকৃবি কৃষি অর্থনীতি ছাত্র সমিতি।


আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দ্বিতীয় ফটকে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির সদস্যরা। এসময় মানববন্ধনে কৃষি অর্থনীতি ছাত্র সমিতির সভাপতি এম. এম. হামিদুর রহমান হিমেল, সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম নিলয়সহ অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেকৃবি কৃষি অর্থনীতি ছাত্র সমিতির দাবি, নতুন কমিটিতে ৯০ শতাংশের বেশি সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে নির্বাচিত, যা অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের প্রতি বৈষম্যমূলক। বিশেষ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নগণ্য, যা গ্রাজুয়েটদের অধিকার বঞ্চিত করেছে।

এছাড়া, নবনির্বাচিত মহাসচিব প্রফেসর গোলাম হাফিজ কেনেডি বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যা সংগঠনের সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করেছে ছাত্র সমিতি।

মানববন্ধনে শেকৃবি কৃষি অর্থনীতি ছাত্র সমিতির সভাপতি এম. এম. হামিদুর রহমান হিমেল বলেন, "নতুন কমিটিতে হাতে গোনা ৪-৫ জন গাজীপুর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু শেকৃবি থেকে মাত্র দুজন জায়গা পেয়েছেন। অথচ কৃষি বিপণন ক্যাডার বাস্তবায়নে শেকৃবির শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি আমাদের প্রতি সুস্পষ্ট বৈষম্যের পরিচায়ক। আমরা এ ধরনের কমিটি মানি না।"

সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম নিলয় বলেন, "গত বছর ৪৩ সদস্যবিশিষ্ট কমিটি ছিল, এবার সদস্য সংখ্যা বাড়িয়ে ৬৩ করা হলেও শেকৃবি গ্রাজুয়েটদের ন্যায্য স্থান দেওয়া হয়নি। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের বঞ্চিত করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সংগঠনটিকে গতিশীল করতে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানাচ্ছি।"

শিক্ষার্থীরা নবগঠিত কমিটির বিরুদ্ধে অসহযোগিতার ঘোষণা দিয়েছে এবং অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে।