রাজনীতি

আমিনুল হক বাংলাদেশের রাজনীতির স্টার: রিজভী

প্রিন্ট
আমিনুল হক বাংলাদেশের রাজনীতির স্টার: রিজভী

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১০:১৭

আমিনুল হক বাংলাদেশের রাজনীতির একজন স্টার মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার পতনের আন্দোলন সংগ্রামে রাজপথে তার অসাধারণ নেতৃত্ব ছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রক্ত দিয়েছেন আমিনুল। ক্রীড়া থেকে রাজপথ সব জায়গায় আমিনুল হক পরিশ্রমী এবং দক্ষ সংগঠক। 


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের জীবনী নিয়ে রচিত চলন্তিকা প্রকাশিত রাশেদ রানার ‘একজন আমিনুল হক’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমিনুল হককে উদ্দেশ্য করে রিজভী বলেন, চলমান আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে আমিনুল হককে কখনও পিছপা হতে দেখিনি। রাজপথ থেকে কখনো পালিয়েও যায়নি। তার যে নেতৃত্ব- সেই নেতৃত্বকে সে ধরে রাখতে পেরেছেন।

আমিনুল হককে নিয়ে লেখা ‘একজন আমিনুল হক’ বইটিতে রয়েছে আমিনুল হকের জীবনীতে জন্ম ও শৈশব, ফুটবলের মাঠ থেকে রাজপথে আমিনুল হক এর সাহসী ভূমিকা ত্যাগ এবং দক্ষ সংগঠকের নানান ঘটনা।

এ-সময় আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৭ বছরে নিরলস পরিশ্রম করে আন্দোলন সংগ্রামের ফলে গত জুলাই আগস্টের গণআন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছিল।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তার রেখে যাওয়া ধ্বংসস্তূপকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিএনপি কর্তৃক ৩১ দফার রূপরেখার আলোকে সংস্কার করে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদেরকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জামান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, আতাউর রহমান, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, গীতিকার কবি মনিরুজ্জামান মনি, সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, সংগীত শিল্পী আলম আরা মিনু, লেখক ও গবেষক কালাম ফয়েজী, সংগীতশিল্পী আসিফ আলতাব প্রমুখ।