ছবি : ঢাকা ইনসাইটস
আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে ক্যাম্পাসে সকল প্রেমিক যুগলের একসাথে চলাফেরা দেখে প্রেম বঞ্চিতদের মনে বিরাজ করছে হাহাকার। তারই প্রতিবাদে \'কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, প্রেমের সুষম বণ্টন চাই\' এমন সব অদ্ভুত স্লোগান দিয়ে প্রেমের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ করেছে ‘প্রেম বঞ্চিত সংঘ’।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। এসময় মিছিলে বিভিন্ন বিভাগের বেশকিছু শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক আসিফ হাসান লিখন বলেন, আমাদের প্রতিবাদ ভালবাসার বিপক্ষে না আমাদের প্রতিবাদ প্রেমের নামে যে প্রহসন চলে, প্রেমের নামে যে অশ্লীলতা চলে, একজন একাধিক প্রেমে জরিত এইসবে বিরুদ্ধে।আমরা চাই প্রেম সুস্থ ধারাবাহিক ভাবে ফিরে আসুক সকলের জীবনে। আমরা কেউ বঞ্চিত থাকতে চাই না। আমরা প্রেম বঞ্চিত সংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে আহবান করতে চাই আসুন আমরা নষ্ট প্রেমকে না বলি এবং প্রকৃত প্রেমকে স্বাগত জানাই।
মিছিলের শুরুতে নবগঠিত বর্তমান কমিটির সভাপতি সাব্বির সায়েম, সাধারণ সম্পাদক আসিফ হাসান লিখনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় উপদেষ্টামন্ডলীর সদস্যরা।
মতামত