শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ইবি


প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, রাত ১:৪১ আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ভোর ৩:২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টায় ব্যাবসার প্রশাসন অনুষদের ৬১৪ নাম্বার কক্ষে এ দোয়া মাহফিল শুরু হয়।

এসময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্ট্যাডিস বিভাগের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী। দোয়া মাহফিলটি পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান। 

এছাড়াও উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল আজাদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, প্রভাষক মো ইয়ামিন মাসুম ও প্রভাষক মো নাসির মিয়া। 

প্রধান আলোচক অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বিভিন্ন কারণে আমরা ধর্মীয় আচার থেকে দূরে আছি। তাই মুসলমান হিসেবে সকলেই আমাদের ধর্ম মেনে চলার চেষ্টা করবো। আল্লাহ বিভিন্ন দুঃখ, দুর্দশা ও অসুস্থতা দিয়ে আমাদের পরীক্ষা করেন। তাই আমাদের অসুস্থতার সময় ধৈর্য্য ধারণ করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে অসুস্থতা দুর হবে ইনশা-আল্লাহ। যখন আমরা সালাম দেই তখন আমরা বলি আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটাও একটা দোয়া। যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য আমরা সকলেই মন থেকে দোয়া করবো।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল বলেন, আমাদের জীবন ক্ষণস্থায়ী। আজকের দিনে যাদের জন্য দোয়া করছি তাদের জায়গায় আমরা থাকলে হয়তো এখানে উপস্থিত হতে পারতাম না। আল্লাহ-তা\\'আলা আমাদের সুস্থ রেখেছেন এর শুকরিয়া আদায় করি।  আমাদের পরিবারের যে সকল সদস্য দুনিয়া থেকে চলে গেছেন এবং যারা অসুস্থ আছেন সকলের জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন স্যার হৃদরোগে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সকলে তার জন্য দোয়া করবো। সর্বোপরি আমরা সকলে সকলের জন্য দোয়া করবো।

উল্লেখ্য, বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান ও বিভাগটির শিক্ষক প্রভাষক মো নাসির মিয়ার পিতার মৃত্যু এবং একই বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিনের সুস্থতা কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।