ক্রিকেট

লিটন-তানজিদের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা রাজশাহী

প্রিন্ট
লিটন-তানজিদের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা রাজশাহী

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, রাত ৯:২৪

লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা দুর্বার রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটাল বনাম দুর্বার রাজশাহী।

রোববার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে ঢাকা ক্যাপিটাল। ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন জাতীয় দলের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

ইনিংসের প্রথম ৫ ওভারে ৮.৬০ রান রেটে স্কোর বোর্ডে ৪২ রান জমা করেন দুই ওপেনার। ১০ ওভারের খেলা শেষে ক্যাপিটালের স্কোর বোর্ডে জমা হয় ১১.৫০ রান রেটে ১১৫ রান।

১৫ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১.৮৬ রান রেটে ১৭৮ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল স্কোর গড়ে রাজধানীর দলটি। সেঞ্চুরি পূরণ করেন দুজনেই।তানজিদ হাসান তামিম ১০৮ করে আউট হলেও ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন লিটন দাস।

মাত্র ৪৩ বলে সেঞ্চুরি হাঁকানো লিটনের ৫৫ বলের এই ইনিংসে ছিল ১০টি চারের সঙ্গে ৯টি ছক্কার মার।আর তামিমের ৬৪ বলের ইনিংসে ছিল ৬টি চারের সঙ্গে ৮টি ছক্কা।