প্রযুক্তি

অনুমতি ছাড়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আটকাবেন যেভাবে

প্রিন্ট
অনুমতি ছাড়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আটকাবেন যেভাবে

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, রাত ১০:৫৩

টুং করে একটা নোটিফিকেশন আসল, আপনাকে কেউ কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে। ঢুকে দেখলেন ওই গ্রুপ পরিচিত না। এমনকি আগ্রহও নেই এমন গ্রুপে। তখন গ্রুপ থেকে লিভ নিতে চাইবেন নিশ্চয়ই। সেজন্যও তো কত হ্যাঁপা। কিন্তু যদি এমন হয় আপনাকে কেউই আর অ্যাড করতে পারল না। তাহলে ওই লিভের হ্যাঁপা তো পোহাতে হবে না।

পরিচিত, বন্ধু, আত্মীয় প্রায় সবারই নিজের ফোনে মেসেজিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং প্ল্যাটফর্ম এটাই। তবে অনেক সময় আপনার অনুমতি না নিয়েই যে কোনো গ্রুপে অ্যাড করিয়ে দেন পরিচিতরা। এই সমস্যার সমাধান রয়েছে অ্যাপের ভিতরেই।

বিশেষ ফিচার চালু করতে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না। অ্যানড্রয়েড ও আইফোনের গ্রাহকরা হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহার করতে পারবেন। কীভাবে নিজের ফোনে এই সেটিংস এনেবেল করবেন? জানুন বিস্তারিত—

* এই ফিচার ব্যবহারের জন্য শুরুতেই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এর পরে নীচের ধাপগুলি পরপর অনুসরণ করুন: