বিনোদন

সাইফের ছুরিকাঘাতের ঘটনা নিয়ে প্রথমবার কথা বললেন কারিনা

প্রিন্ট
সাইফের ছুরিকাঘাতের ঘটনা নিয়ে প্রথমবার কথা বললেন কারিনা

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১ জুলাই ২০২৫, বিকাল ৪:২২

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান প্রথমবারের মতো স্বামী সাইফ আলী খানের উপর হামলার বিষয়ে মুখ খুললেন। চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইতে তাদের বাসায় ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার স্মৃতি এখনও তার মনে তাজা। সম্প্রতি একটি এক সাক্ষাৎকারে প্রথমবার কারিনা এ বিষয়ে কথা বলেছেন।


ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় কারিনা বলেন, আমি এখনও পুরোপুরি মানসিকভাবে মেনে নিতে পারিনি বিষয়টা। আমি প্রায় সময় ভাবি কীভাবে একজন ব্যক্তি ঢুকে শিশুর ঘরের সামনে আমার স্বামীকে ছুরিকাঘাত করে। এটা মুম্বাই শহরের জন্য খুব অস্বাভাবিক একটা ঘটনা। তিনি আরও বলেন, প্রথম কয়েক মাস আমার জন্য খুবই কঠিন ছিল। রাতে ঘুমাতে পারতাম না, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লেগেছে। সেই ভয়টা এখনও রয়ে গেছে। আমি চাই না, আমার সন্তানদের ওপর এই আতঙ্কের ছাপ পড়ুক।

কারিনা জানান, ওই ঘটনার পর থেকেই তিনি সন্তানদের মানসিক স্বাস্থ্যের দিকে আলাদা মনোযোগ দিচ্ছেন। অভিনেত্রী বলেন, ওরা যেটা দেখেছে, সেটা তাদের বয়সের জন্য উপযুক্ত নয়। তবে এই বাস্তবতা তাদের জীবনের এক ধরনের প্রস্তুতি দিয়েছে। আমার ছোট ছেলেটা এখনো ভাবে তার বাবা ব্যাটম্যান বা আয়রনম্যান—যে সবাইকে হারিয়ে দিতে পারে। আমাদের চোখেও সাইফ তাই, কারণ সে সেই আঘাত সহ্য করেছে।

সাক্ষাৎকারে কারিনা আরও বলেন, আমি চেষ্টা করছি আমার আতঙ্ক সন্তানদের মধ্যে ছড়িয়ে না দিতে। সাইফ বলেছে—‘ভয়ে বাঁচা যাবে না। যা হয়েছে, সেটা হয়ে গেছে।’ আমাদের পরিবার এখন অনেক শক্তিশালী হয়েছে। আমার ছেলেরা এই ঘটনার পর হয়তো এমন মানুষ হয়ে উঠবে, যারা জীবনের কঠিন সময়েও সাহস ধরে রাখতে পারবে।