শিক্ষাঙ্গন

চাকসু গঠনতন্ত্র সংস্কারে রাষ্ট্রচিন্তা চবির আট প্রস্তাবনা

প্রিন্ট
চাকসু গঠনতন্ত্র সংস্কারে রাষ্ট্রচিন্তা চবির আট প্রস্তাবনা

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ২০ মে ২০২৫, সন্ধ্যা ৮:৫৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন রাষ্ট্রচিন্তা। এসময় চারটি অতিরিক্ত পদ এবং যুগান্তকারী আটটি প্রস্তাবনা পেশ করে সংগঠনটি।

মঙ্গলবার (২০ মে) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রচিন্তার সদস্যরা প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনা পাঠ করেন রাষ্ট্রচিন্তার সদস্য মহিবুল্লাহ আল মাসনূন। 

রাষ্ট্রচিন্তার ছাত্রবান্ধব আটটি প্রস্তাবনা হল:- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি, লেজুড়বৃত্তিমুক্ত ছাত্ররাজনীতি, বাৎসরিক বিতর্ক ও গবেষণা জার্নাল, জবাবদিহিতা, হল সংসদ, অনুষদ সংসদ, ফেডারেশন, উদ্যোক্তা তৈরিতে প্রণোদনা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি। 

 প্রস্তাবিত অতিরিক্ত পদসমূহ হচ্ছে - ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং নারী অধিকার বিষয়ক সম্পাদক। এছাড়াও অতিরিক্ত পদগুলো সৃষ্টির কারণ ব্যাখ্যা দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন চবি রাষ্ট্রচিন্তার সভাপতি এস.বি ফররুখ হোসেন রিফু, চৌধুরী তাসনীম জাহান শ্রাবণ, মহিব্বুল্লাহ আল মাসনূনসহ অন্যান্য সদস্যবৃন্দ।